ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পিপিই পেলেন লক্ষ্মীপুরের চিকিৎসকরা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিপিই পেলেন লক্ষ্মীপুরের চিকিৎসকরা

লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালের একশ চিকিৎসকের মাঝে পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এমপির প্রতিনিধি বায়োজিদ ভূঁইয়া।

এর আগে বুধবার রাতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামালের উদ্যোগে করোনা আক্রান্ত ও সন্দেহজনক ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এগুলো বিতরণ করা হয়।

জেলার সিভিল সার্জন আবদুল গাফফার জানান, করোনায় আক্রান্ত ও সন্দেহজনক ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পিপিই প্রয়োজন ছিল। এমপি শাহজাহান কামালের পক্ষ থেকে একশ পিপিই পেয়েছি। এগুলো বিতরণ করা হয়েছে। চিকিৎসকরা এখন রোগীদের সেবায় সার্বক্ষণিক কাজ করতে পারবেন।

সিভিল সার্জন আরো জানান, লক্ষ্মীপুরে ৩ হাজার ৮৫১ প্রবাসী রয়েছেন। এখন পর্যন্ত এ জেলায় ৮০২ জন সঙ্গরোধে আছে। এছাড়া, একজনকে সন্দেহজন সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সঙ্গরোধের নিয়ম না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট জনকে জরিমানা করা হয়েছে। সঙ্গরোধ নিশ্চিতের জন্য প্রবাসীর বাড়িতে লাল পতাকা ঝুলানোসহ প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

ফরহাদ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়