ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাঁদপুরে চিকিৎসকদের মাঝে ওয়ালটনের পিপিই বিতরণ

চাঁদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁদপুরে চিকিৎসকদের মাঝে ওয়ালটনের পিপিই বিতরণ

চাঁদপুরে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের মাঝে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

শনিবার (৪ এপ্রিল) জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এবং শাহরাস্থি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের হাতে পিপিইগুলো তুলে দেওয়া হয়। 

চিকিৎসকরা ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি। এমন দুর্যোগে ওয়ালটন গ্রুপ যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।’

পিপিই বিতরণের সময় সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. নূর-ই আলম মজুমদার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট সার্জন ড. বেনজির আহমেদ, ৫০ শয্যা বিশিষ্ট শাহরাস্থি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. প্রতীক সেনসহ সংশ্লিষ্ট হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনা দুর্যোগে চাঁদপুরসহ দেশব্যাপী স্বাস্থ্যকর্মীদের জন্য এই বিশেষ নিরাপত্তা পোশাক (পিপিই) বিতরণ করছে ওয়ালটন।


জয়/সনি/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়