ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাইবান্ধায় ত্রাণের দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাইবান্ধায় ত্রাণের দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধা সদর উপজেলার বল্লমবাড় ইউনিয়নে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

পরে গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে, সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করেছেন ওই ইউনিয়নের শত শত দরিদ্র মানুষ।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছেন। উপার্জন না থাকায় খাদ্য সংকটে পড়েছেন গ্রামবাসী। সরকারের বরাদ্দ দেওয়া ত্রাণ পাননি প্রকৃত দরিদ্র ব্যক্তিরা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা তাদের স্বজন ও অনুসারীদের ত্রাণ দিয়েছেন।


গাইবান্ধা/দয়াল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়