ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাটোরে ট্রাক উল্টে ৭০০ হাঁসের প্রাণহানি

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নাটোরে ট্রাক উল্টে ৭০০ হাঁসের প্রাণহানি

আম্ফানের পর থেকেই নাটোরে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টির কারণে জেলার বিভিন্ন রাস্তা ভেঙ্গে ও পানি জমে বেহাল দশা হয়েছে। এরকম একটি বেহাল রাস্তায় ট্রাক উল্টে অন্তত ৭০০ হাঁস প্রাণহানি ঘটেছে।

এতে পথে বসার উপক্রম হয়েছে হাঁস মালিক শহরবাড়ীর গ্রামের উজ্জল হোসেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে তাড়াশের রানীরহাট থেকে সিংড়া উপজেলার দূর্গাপুর বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

উজ্জল হোসেন জানান, একটি ট্রাকে করে এক হাজার ৬০০টি হাঁস নিয়ে তিনি দূর্গাপুর যাচ্ছিলেন। পথে রানীরহাট থেকে দূর্গাপুর সড়কে ট্রাকটি গর্তে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকের চাপা পড়ে ৭০০টি হাঁসের প্রাণহানি ঘটে। প্রতিটি হাঁসের মূল্য ৪০০ টাকা করে। এতে প্রায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ‘দুই সপ্তাহ আগে তাড়াশ থেকে এ হাঁসগুলো গড়ে প্রতিটি চারশ’ টাকা করে কিনেছিলাম। হাঁসগুলো ডিম দিতে শুরু করেছিলো। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এ দুর্ঘটনায় আমি নিঃস্ব হয়ে গেলাম।’

 

আরিফুল ইসলাম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়