ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দিনাজপুরে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪২, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দিনাজপুরে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নভেল করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কসবাসাগরপুর গ্রামে তার মৃত্যু হয়। মৃত দেলোয়ার হোসেন (৬০) ওই গ্রামের দসিমুদ্দিনের ছেলে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিন দিন আগে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন দেলোয়ার হোসেন। তবে ওই দিন তিনি চিকিৎসা না নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের অন্য উপসর্গও ছিল।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।  

 

মোসলেম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়