ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মুরগির খোপ’ থেকে মিললো ১৫ কেজির অজগর

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘মুরগির খোপ’ থেকে মিললো ১৫ কেজির অজগর

বাগেরহাটের শরণখলায় এক গৃহস্থের ‘মুরগির খোপ’ (ঘর) থেকে ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের কামরুল খানের মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করে ওয়াইল্ড টিমের সদস্যরা।

শরখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন। পরে বনরক্ষীরা শরণখোলা স্টেশনের সামনের জেটি সংলগ্ন বনে অবমুক্ত করেন।

জয়নুল আবেদীন বলেন, ‘বন এবং লোকালয় একই সমতলে হওয়ায় সুন্দরবন থেকে বিভিন্ন ধরনের সাপ প্রায়ই গ্রামে চলে আসে। যে অজগরটি উদ্ধার করা হয়েছে, তার ওজন ১৫ কেজি। বয়স খুব বেশি না। সাত/আট হাত লম্বা হবে। স্থানীয় বনসুরক্ষা কমিটির সদস্যদের সহায়তায় সাপটিকে বনে অবমুক্ত করা হয়েছে।


টুটুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়