ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়ে ৮৩০

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়ে ৮৩০

গোপালগঞ্জে এক ডাক্তার, তিন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৩০ জনে।

সোমবার (৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় ১১ জন, সদর উপজেলায় সাতজন, কোটালীপাড়া উপজেলায় পাঁচজন, কাশিয়ানী উপজেলায় পাঁচজন ও মুকসুদুপুর উপজেলায় তিনজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১৩ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ৪৫২ জন সুস্থ হয়েছেন। ৩৬৫ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

করোনায় আক্রান্ত ৮৩০ জনের মধ্যে সদর উপজেলায় ২৩৩ জন, মুকসুদপুর উপজেলায় ১৮২ জন, কাশিয়ানী উপজেলায় ১৫৬ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৩৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ১২৬ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৭২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

 

বাদল সাহা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়