ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

লার্নিং অ্যান্ড আর্নিং মেলা

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লার্নিং অ্যান্ড আর্নিং মেলা

বাগেরহাট প্রতিনিধি : ‘আমরা হবো জয়ী ,আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, খান জাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আসিফ উদ্দিন রাখী প্রমুখ।

বক্তারা বলেনে, ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি জ্ঞানের বিকল্প নেই। দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে সরকার লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থা করেছে। এর ফলে একদিকে দেশে যুব সমাজের বেকারত্ব ঘুচবে অন্যদিকে প্রশিক্ষণ পেয়ে তারা বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে।

 

 

 

রাইজিংবিডি/বাগেরহাট/৭ জানুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়