ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, জিহাদি বই উদ্ধার

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ৩০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, জিহাদি বই উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি এসি ও ইলেকট্রনিকস পণ্যের গোডাউনে অভিযান চালিয়েছে র‌্যাব।

শনিবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। সেখান থেকে ১৫১টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তবে ওই গোডাউন থেকে কাউকে আটক করতে পারেনি র‌্যাব। হারুন ইঞ্জিনিয়ারিং ওয়ারলেস নামে ওই গোডাউনটির মালিক হারুন নামে এক ইংল্যান্ড প্রবাসী।

এলাকাবাসী জানান, সেখানে সাত থেকে আটজন লোক থাকতো। অভিযানের বিষয়টি টের পেয়ে তারা পালিয়ে গেছে।

র‌্যাব-১ এর সিও লে. কর্নেল সারোয়ার জানান, প্রতিষ্ঠানটির মালিক হারুন জঙ্গি মতাদর্শে বিশ্বাসী। তিনি মূলত জঙ্গিবাদে অর্থায়ন করে থাকেন। তাকে আটক করার চেষ্টা চলছে।



রাইজিংবিডি/সাভার/৩০ জুলাই ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়