ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ফিলিস্তিনে আগ্রাসন বন্ধের পক্ষে ইউএই 

মুহাম্মদ শাহ জাহান, ইউএই প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ১৭ মে ২০২৪  
ফিলিস্তিনে আগ্রাসন বন্ধের পক্ষে ইউএই 

বাহরাইনে আরব লীগের সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে বিধ্বস্ত ফিলিস্তিনিদের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। 

বৃহস্পতিবার (১৬ মে) বাহরাইনে আরব লীগের সম্মেলনে ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান আরব আমিরাতের উপ-রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম আল নাহিয়ান। 

শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনে ত্রাণ সহায়তা প্রদানে বিশ্বের সমস্ত দেশকে অনুপ্রাণিত করে ইউএই। 

বৈঠকে সংযুক্ত আরব আমিরাত গাজা উপত্যকায় চলমান আগ্রাসন বন্ধ সম্পর্কিত রেজুলেশনের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। 

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়