ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

কালিহাতীতে ট্রাক খাদে পড়ে ৫ শ্রমিক নিহত

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালিহাতীতে ট্রাক খাদে পড়ে ৫ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর সোয়া ৬টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় সাতুরিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, হতাহতরা সকলে প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক। ছুটি শেষে তারা অন্তত ১২০ জন দুটি ট্রাকযোগে গাইবান্ধা থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার সাতুরিয়া ব্রিজের কাছে পৌঁছলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ৩৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে অন্তত ৩৫ জন গুরুতর আহত লোককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পাঁচজন মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।




রাইজিংবিডি/টাঙ্গাইল/২৫ জুন ২০১৮/শাহরিয়ার সিফাত/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়