ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

বাদি ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাদি ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদি ও মামলা রেকর্ডকারী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার  জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এই নির্দেশ দিয়েছেন।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানার চরসালিমপুর গ্রামের বাসিন্দা সুচিত্রা কর্মকারকে তার ছেলে সুশান্ত ও পুত্রবধূ সুবর্ণা খাবার না দিয়ে গালমন্দ করতো এবং আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন দাবি করে তার ভাইপো চিত্তরঞ্জন মামলা করেন। মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য শুনানি শেষে প্রতীয়মান হয়  মামলাটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।তাই মিথ্যা মামলা দায়ের করায় চিত্তরঞ্জন কর্মকার ও দৌলতপুর থানার তৎকালীন মামলা রেকর্ডকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন আদালত।

আসামি সুশান্ত কর্মকার ও স্ত্রী সুবর্ণা কর্মকারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৬ নভেম্বর ২০১৮/কাঞ্চন কুমার/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়