ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

‘বিএনপি-জামায়াতের চক্রান্ত এখনো অব্যাহত’

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি-জামায়াতের চক্রান্ত এখনো অব্যাহত’

সিরাজগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলছেন, বিএনপি-জামায়াত জোটের শাসন আর ফিরে আসবে না। তবে বিএনপি-জামায়াতের চক্রান্ত এখনো অব্যাহত আছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, যুবলীগের মতো বড় সংগঠনের নেতা হতে হলে বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে। ছবি টাঙিয়ে, স্লোগান দিয়ে যুবলীগের নেতা হওয়া যাবে না।

তিনি বলেন, কোনো রকম ষড়যন্ত্র করে লাভ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে।

জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে শোক প্রস্তাব ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগ করতে হলে, নেতা হওয়ার আগে ভালো সংগঠক হতে হবে ও কৌশলী হতে হবে। শেখ হাসিনা জনগণের কথা বলেন, শান্তির কথা বলেন। তিনি দেশ ও জনগণের উন্নয়ন নিয়ে চিন্তা করেন।

এর আগে মোহাম্মদ নাসিম জাতীয় পতাকা এবং ওমর ফারুক চৌধুরী দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১৫ জুন ২০১৯/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়