ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

পিরোজপুরে ছয় শিক্ষককে হত্যার হুমকি

কুমার শুভ রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিরোজপুরে ছয় শিক্ষককে হত্যার হুমকি

পিরোজপুর প্রতিনিধি : সর্বহারা পরিচয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয় কলেজ শিক্ষকের কাছে চাঁদা দাবি ও তাদের হত্যার হুমকি দেয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষকদের পক্ষে মঠবাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা নিরাপত্তা ও প্রতিকার চেয়ে শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা গেছে, একটি চক্র সর্বহারা পরিচয়ে কয়েক দিন ধরে পালাক্রমে মঠবাড়িয়া সরকারি কলেজের ছয় শিক্ষকের কাছে মোবাইল ফোনে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গোলাম মোস্তফা, সহযোগী অধ্যাপক (হিসাব বিজ্ঞান) মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক (ব্যাবস্থাপনা বিভাগ) মো. আব্দুল জব্বার, সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) সঞ্জিৎ বল, সহকারী অধ্যাপক (দর্শন বিভাগ) পবিত্র কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) জাহিদুল হাসান আকনের কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়া হয়।

অধ্যাপক গোলাম মোস্তফা জানিয়েছেন, হুমকি পাওয়ার পর ভুক্তভোগী শিক্ষকগণ ও তাদের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে আছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, আমরা প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালাচ্ছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

রাইজিংবিডি/পিরোজপুর/১০ আগস্ট ২০১৯/কুমার শুভ রায়/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়