ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

চার দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দূর্গাপুজা উপলক্ষে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বেনাপোল বন্দরে পণ্য খালাশ ও বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী মোবাইল ফোনে জানান, দূর্গাপুজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

এ সংক্রান্ত একটি চিঠি বেনাপোল কাস্টমস ও বেনাপোল স্থলবন্দরকে দেয়া হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, টানা চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের পণ্য খালাশসহ সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।


বেনাপোল/সাকিরুল কবীর রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়