ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অস্ত্রসহ ২০ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্রসহ ২০ মামলার আসামি গ্রেপ্তার

রংপুরে অভিযান চালিয়ে ২০ মামলার আসামি মো. আবু তালেব সরকারকে (৪২) আটক করেছে র‌্যাব-১৩।

রংপুর- বদরগঞ্জ সড়ক থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় আবু তালেবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আবু তালেব কুড়িগ্রামের উলিপুরের সাতভিটা এলাকার মৃত আ. জলিল সরকারের ছেলে।

র‌্যাবসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল রংপুর মহানগরীর বদরগঞ্জ রোডে প্রাইম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে অস্ত্রসহ তালিকাভূক্ত সন্ত্রাসী মো. আবু তালেব সরকারকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, আবু তালেব কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়ন এলাকার বাসিন্দা। সে একজন প্রভাবশালী শীর্ষ সন্ত্রাসী। আবু তালেব তার ক্যাডার বাহিনীর সাহায্যে এলাকায় ত্রাস সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।

র‌্যাব ১৩ এর উপ অধিনায়ক মেজর গালিব মুহাম্মদ নাতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

রংপুর/নজরুল মৃধা/সনি                                   

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়