ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

বাংলাবান্ধায় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাবান্ধায় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না

বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, নেপাল, ভুটান ফেরৎ যাত্রীদের 'করোনাভাইরাস' শনাক্তকরণে মেডিক্যাল টিম বসানো হলেও উৎকন্ঠায় রয়েছেন স্থানীয়রা।

পাসপোর্টধারী যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পাথরবাহী ট্রাকচালকরা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রবেশ করছে বাংলাদেশে। এই চালকদের মাধ্যমে বন্দর দিয়ে প্রবেশ করতে পারে 'করোনাভাইরাস' এমনই শঙ্কা স্থানীয়দের।

চীনে 'করোনাভাইরাস' মহামারি আকার ধারণ করায় বাংলাদেশের প্রতিটি ইমিগ্রেশনের মত বাংলাবান্ধায় বসানো হয়েছে মেডিক্যাল টিম। গত মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের একটি কক্ষে মেডিকেল টিমের এ কার্যক্রম চালু করে। ১১ দিন দুইটি থার্মোমিটার দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও গত ৭ ফেব্রুয়ারি থেকে মিনি থামার্ল ষ্ক্যানার দিয়ে চলছে মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম।

মেডিক্যাল ক্যাম্পের স্বাস্থ্য সহকারী পরির্দশক আজিজার রহমান বলেন, ‘আমরা সকল পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে আসছি। কারো মধ্যে জ্বর বা সর্দি কিছু দেখলে আমরা তাৎক্ষনিক রেফার্ড করবো পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। তবে এখন পর্যন্ত কোন রোগী শনাক্ত হয়নি।’

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত ভারপ্রাপ্ত পরিদর্শক আলতাফ হোসেন বলেন, ‘প্রতিদিন পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর আমরা তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করছি। তবে ভারত থেকে ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে কিনা তা জানিনা। ট্রাকচালকরা স্থলবন্দর থেকে কারপাস নিয়ে যাতায়াত করছে। বিষয়টি দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের ও স্বাস্থ্য বিভাগের।’

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েসনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, ‘এটা বন্দর কর্তৃপক্ষের বিষয়। কর্তৃপক্ষ চালকদের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিলে আমরাও তাদের সহযোগিতা করব।’

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, ‘বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য থার্মাল স্ক্যানার দেয়া হয়েছ। আমরা শুধু জ্বরের রোগী দেখছি। তবে ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পাথরবাহী ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কিনা সেই বিষয়টি ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব।’

 

আবু নাঈম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়