ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

চট্টগ্রাম থেকে লোকাল ট্রেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৭, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম থেকে লোকাল ট্রেন বন্ধ

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সব গন্তব্যের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) থেকে বৃহস্পতিবার (২৬ মার্চ) এর মধ‌্যে বন্ধ হয়ে যাবে সকল আন্ত:নগর ট্রেন চলাচল।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আতিকুর রহমান রাইজিংবিডিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান জানান, করোনাভাইরাস প্রতিরোধে এবং এর বিস্তার রোধে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলপথ মন্ত্রণালয়। এই লক্ষ্যে মঙ্গলবার থেকেই চট্টগ্রাম থেকে সকল লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে ঢাকা-চট্টগ্রাম, সিলেটসহ দেশের সকল গন্তব্যের সকল আন্ত:নগর ট্রেন চলাচলও বন্ধ হয়ে যাবে।

রেল বিভাগের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো দাপ্তরিক পত্র পাইনি তবে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানতে পেরেছি। মঙ্গলবার থেকে ২৬ মার্চ বা পরবর্তী সময়ের আন্ত:নগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।’


চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়