ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

চা শ্রমিকদের সুরক্ষায় সতর্ক বাগান কর্তৃপক্ষ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চা শ্রমিকদের সুরক্ষায় সতর্ক বাগান কর্তৃপক্ষ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে হবিগঞ্জের বাহুবল উপজেলার আমতলী চা বাগানের শ্রমিকদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছে বাগান কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ মার্চ) শ্রমিকদের হাতে এসব সুরক্ষা উপকরণ তুলে দেন বাগানের ব্যবস্থাপক সোহেল রানা পাঠান। এর আগে শ্রমিকদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

বাগানের ফ্যাক্টরি ইনচার্জ এম কায়সার জানিয়েছেন, ১৮ মার্চ চা গাছ থেকে পাতা তোলা শুরু হয়েছে। চলবে ডিসেম্বর পর্যন্ত। শ্রমিকরা কাজে যোগ দেওয়ার আগে তাদেরকে করোনাভাইরাস বিষয়ে ব্রিফ করা হচ্ছে।

শ্রমিকরা জানিয়েছেন, তারা সতর্কতার সঙ্গে চলাফেরা করছেন। বাগান কর্তৃপক্ষের নির্দেশনা মেনে কাজ করছেন তারা।

আমতলী চা বাগানের ব্যবস্থাপক সোহেল রানা পাঠান বলেন, ‘শ্রমিকরা বাগানের প্রাণ। তাদের সুরক্ষার জন্য মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। যেকোনো প্রয়োজনে শ্রমিকদের পাশে আমরা আছি।


হবিগঞ্জ/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়