ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নরসিংদীতে করোনা রোগী বেড়ে ১৮১২ জন 

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে করোনা রোগী বেড়ে ১৮১২ জন 

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নয়জন ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮১২ জনে। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানান, নতুন শনাক্ত নয়জনের মধ্যে সদর উপজেলায় পাঁচজন, শিবপুরে দুইজন, মনোহরদীতে একজন ও বেলাব উপজেলা একজন রয়েছেন। 

এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৩৩২ জনের, ফলাফল পাওয়া গেছে ৯ হাজার ৩১৪টি নমুনার। এর মধ্যে ১ হাজার ৮১২ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১০৯১ জন, পলাশে ১৫৫ জন, শিবপুরে ১৮৪ জন, রায়পুরাতে ১৩৮ জন, মনোহরদীতে ১২৭ জন ও বেলাবো উপজেলায় ১১৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে ৩৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, বেলাবতে ছয়জন, রায়পুরায় পাঁচজন, পলাশে দুইজন, মনোহরদীতে দুইজন ও শিবপুর উপজেলায় একজন।
 

হানিফ/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়