ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

ইউএনও’র ওপর হামলার ঘটনায় আটক আরও ৩

হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:০৮, ৬ সেপ্টেম্বর ২০২০
ইউএনও’র ওপর হামলার ঘটনায় আটক আরও ৩

ইউএনও ওয়াহিদা খানম (ফাইল ছবি)

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজন হলেন, শাওন, সুলতান ও শ্যামল কুমার।

রোববার (৬ সেপ্টেম্বর) ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আমিরুল ইসলাম জানান, ইউএনও’র ওপর হামলায় ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সন্ধ্যায় এ তিনজনকে আটক করা হয়েছে। তাদের দিনাজপুর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এছাড়া ইউএনও’র গৃহপরিচারিকা জবেদা খাতুনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে ইউএনও ওয়াহিদা খানমের বাসভবনে প্রবেশ করে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে মারধর করে। সেসময় তার বাবা বাঁচাতে গেলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওয়াহিদা খানমের অবস্থার অবনতি হলে এয়ার অ‌্যাম্বুলেন্সযোগে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

মোসলেম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়