ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রিফাত হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা আজ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২০
রিফাত হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা আজ

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হবে আজ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম।

তিনি বলেন, ‘মিন্নি ব্যতীত এর মধ্যেই এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে নয় আসামির পক্ষে বিপক্ষে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়েছে। এরমধ্যেই মিন্নির বিপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্কও শেষ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আজ বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির পক্ষে আমরা যুক্তি-তর্ক উপস্থাপন করবো। আশাকরি আজই মিন্নির পক্ষে আমাদের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হবে। এবং এর মধ্য দিয়ে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার কার্যক্রম শেষ হবে। এরপর আজই এ মামলার রায়ের জন্য আদালত তারিখ নির্ধারণ করবেন।’

মিন্নির জামিনের বিষয়ে আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ‘উচ্চ আদালতের আদেশে জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের মেয়াদ আজ শেষ হয়েছে। আজ আমার জিম্মায় পুনরায় মিন্নির জামিনের জন্য আদালতে আবেদন করবো। এরপর আদেশ দেবেন।’

উল্লেখ‌্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। গত ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক; দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামি করা হয়েছে। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক আছেন।

রুহান/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়