Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৬ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১০ ১৪২৮ ||  ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

পাটুরিয়ায় ৪ নম্বর ঘাটে যানবাহন পারাপার বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০২০
পাটুরিয়ায় ৪ নম্বর ঘাটে যানবাহন পারাপার বন্ধ

পাটুরিয়া দৌলতদিয়া নৌপথের ৪নং ফেরি ঘাটের পন্টুনের কাছে একটি ট্রাক উল্টে পড়েছে। এতে এ ঘাট দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার বন্ধ রয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

ট্রাকের চালক ইসলাম জানান, ঢাকা থেকে মুরগির খাদ্য নিয়ে বরিশালে উদ্দেশ্যে যাচ্ছিলেন। পাটুরিয়া ৪নং ঘাট এলাকায় ফেরিতে ওঠার জন্য পন্টুনের দিকে যাওয়ার সময় ট্রাকটি কাৎ হয়ে পড়ে যায়। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফিরোজ কবির জানান, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন জানান, ট্রাকের মালামাল সরানোর কাজ চলছে। মালামাল সরানো হয়ে গেলে এ ঘাট দিয়ে ফেরি পারাপার স্বাভাবিক হবে। তবে অন্য সব ঘাট চালু আছে। তাই তেমন কোনো সমস্যা হচ্ছে না।

চন্দন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়