ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো: মিন্নির বাবা

রুদ্র রোহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২০
এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো: মিন্নির বাবা

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ে আয়শা সিদ্দীকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিন্নির বাবা মোজাম্মমল হক কিশোর বলেন, 'আমার মেয়ে অপরাধী না। আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।'

তিনি বলেন, 'আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে আমার মেয়ে কিছুই জানে না, তারপরও রায় দেওয়া হয়েছে ফাঁসি। তাকে নির্দোষ প্রমাণে আমরা উচ্চ আদালতে যাবো।'

রায় ঘোষণার সময় মিন্নিসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে, আরেক আসামি মুছা বন্ড পলাতক রয়েছেন। রায়ে ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), ও কামরুল ইসলাম সাইমুন (২১)। তবে মুসা বন্ড পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ‌্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দীকা মিন্নিকে প্রধান সাক্ষি রাখা হয়। গত ১৬ সেপ্টেম্বর এ মামলার যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণার জন‌্য ৩০ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন আদালত।

 

এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়