ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান: ২ দালালের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১ অক্টোবর ২০২০  
হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান: ২ দালালের কারাদণ্ড

হবিগঞ্জ আড়াইশ’ শয্যার আধুনিক সদর হাসপাতালে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ‌্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে এ অভিযান চালানো হয়। এতে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সেলিম মিয়া (৩০) ও হবিগঞ্জ জেলা শহরের ফিরোজ আলীর ছেলে বিল্লাল মিয়া (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসাইন জানান, সেলিম ও বিল্লাল হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তালিকাভুক্ত দালাল। তারা গ্রাম থেকে আসা সহজ-সরল রোগীদেরকে ভুল বুঝিয়ে প্রতারণা এবং ওষুধ কেনার নামে টাকা হাতিয়ে নিতেন।

বৃহস্পতিবার এদেরকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে টাউট আইনের আওতায় তিন মাস করে কাদরাণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। দালাল নির্মূলে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া তালিকাভুক্ত বাকী দালালদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

মামুন চৌধুরী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়