ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জঙ্গি প্রশিক্ষণ দিতেই তারা ২৫ দিন আগে বাড়ি ভাড়া নেয়: র‌্যাব 

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২০ নভেম্বর ২০২০   আপডেট: ১৪:৩০, ২০ নভেম্বর ২০২০
জঙ্গি প্রশিক্ষণ দিতেই তারা ২৫ দিন আগে বাড়ি ভাড়া নেয়: র‌্যাব 

ব্রিফিং করেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’থেকে বেরিয়ে এসে ৪ জন আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার। তিনি বলেন, ‘জঙ্গিদের প্রশিক্ষণ দিতেই তারা ২০ থেকে ২৫ দিন আগে এই বাসাটি ভাড়া নেয়।’

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে  শাহজাদপুরের উকিলপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা এই তথ‌্য জানান।

আরো পড়ুন:

কর্নেল সারোয়ার বলেন, ‘নব‌্য জেএমবির এই সদস‌্যরা ছদ্মবেশে এই এলাকায় থেকে প্রচারণা চালায়।  জিদাহিদের প্রশিক্ষণ দেওয়ার জন‌্য তারা এই বাড়িতে নিয়ে আসতো।’

এখনো বাড়িতে সার্চ চলছে জানিয়ে কর্নেল সারোয়ার আরও বলেন, ‘বাড়িতে কয়েকটি ব‌্যাগ আছে। সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। বড় ধরনের অস্ত্রের ডাম্প এখানে নেই। তাদের কাছে বিস্ফোরণ করার মতো কিছু ছিল না।’

তিনি আরও বলেন, ‘ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, গান পাউডার, ফিউজ, জিহাদি বই, বিভিন্ন নির্দেশনামূলক বই, একটি চাপাতি ও দুটি রামদা পাওয়া গেছে।’

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে এই বাড়ি ঘিরে রাখে র‌্যাব। সকাল সাড়ে ১০টার দিকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। বেলা পৌনে ১১টার দিকে ওই বাড়ি থেকে চার জন বেরিয়ে এসে আত্মসমর্পণ করে।

এই চার জন হলো, নব‌্য জেএমবির আঞ্চলিক সেকেন্ড ইন কমান্ড কিরণ ওরফে শামীম ওরফে হামিম, পাবনার সাঁথিয়া উপজেলার নাইমুল ইসলাম, দিনাজপুরের আতিয়ার রহমান ওরফে কলম সৈনিক ও সাতক্ষীরার আমিনুল ইসলাম ওরফে শান্ত।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাজশাহীর শাহ মখদুম এলাকা থেকে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাহমুদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী এই বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে বলে জানা যায়।

##সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও

##সিরাজগঞ্জে ৪ ‘জঙ্গি’র আত্মসমর্পণ

##সিরাজগঞ্জে ‘জঙ্গী আস্তানা’ থেকে আগ্নেয়াস্ত্র, প্রশিক্ষণ সামগ্রী জব্দ

অতিদ্য রাসেল/ইভা/এনই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়