RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৬ ১৪২৭ ||  ০৫ জমাদিউস সানি ১৪৪২

‘দেশে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে থাকবে’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২৬ নভেম্বর ২০২০  
‘দেশে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে থাকবে’

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘আমাদের দেশে সব ধর্মের মানুষ ঐক‌্যবদ্ধভাবে থাকবে। সে লক্ষ্যে কাজ করা হবে।’ 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ যেসব কাজ রেখে গেছেন, তা পূরণ ও রক্ষা করার চেষ্টা করব। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে প্রধানমন্ত্রীর লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব।’

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত করেন।

বাদল সাহা/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়