ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় মামলা

নেত্রকোনা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:৩৫, ১০ ডিসেম্বর ২০২০
নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় মামলা

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বালুঘাটে বুধবারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় হামলার ঘটনায় মামলা করা হয়েছে।

দুর্গাপুর সদর ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুল মান্নান বাদী হয়ে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শাহনুর-এ আলম জানান, বুধবার সোমেশ্বরী নদীর ১ নম্বর বালুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালু শ্রমিকদের হামলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার গাড়ির গ্লাস ভাঙচুর করা করা হয়। এতে পুলিশসহ ৫ জন আহত হন। এ ঘটনায় আজ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দেবল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়