ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত‌্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ২২ ডিসেম্বর ২০২০  
নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত‌্যুর অভিযোগ

নোয়াখালীর মাইজদীতে বেসরকারি ‘মেট্রো হাসপাতাল’ এর বিরুদ্ধে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন মৃত শিশুটির পরিবার। এর আগে সোমবার (২১ ডিসেম্বর) রাতে শিশুটির মৃত্যু হয়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুটি জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের দয়াল গাজীর মেয়ে।

দয়াল গাজী অভিযোগ করে বলেন, ‘সোমবার সকালে প্রসব বেদনা উঠলে স্ত্রীকে শহরের মেট্রো হাসপাতালে ভর্তি করাই। বিকালের দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। জন্মের পর থেকে সে সুস্থ ও স্বাভাবিক ছিল। কিন্তু রাতে কর্তব্যরত শিশু চিকিৎসক নবজাতককে একটি ইনজেকশন দিয়ে চলে যান। এর কিছুক্ষণের মধ্যে নবজাতকের শরীর কাঁপুনি দিতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আমার মেয়ের মৃত‌্যু হয়।’

তিনি অভিযোগ করেন, ‘কোন কারণ ছাড়াই চিকিৎসক আমার মেয়েকে ভুল ইনজেকশন দিয়ে হত্যা করেছেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই। কর্তৃপক্ষ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমার স্বজনদের মারধর করে। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

মেট্রো হাসপাতালের এমডি আবদুল হক বলেন, ‘‘নরমাল ডেলেভারির পর ডা. সোহানা শিকদারের পরামর্শে শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমানকে কল করা হয়। তিনি এসে শিশুটিকে দেখে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র লিখে দেন। সে অনুয়ায়ী কর্তব্যরত সেবিকা ইনজেকশন দেয়। 

‘শিশুটির অবস্থা খারাপ হতে থাকায় ডা. মাহবুবকে আবারও কল করা হয়। তিনি এসে শিশুটিকে পর্যবেক্ষণ করছিলেন। সেসময় মিশুটির মৃত‌্যু হয়। বিষয়টি খুবই দুঃখজনক।”

ওসি শাহেদ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই হাসপাতালে পুলিশ গিয়ে বিশৃঙ্খল অবস্থা নিয়ন্ত্রণে আনে। মৃত শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিকালে শিশুটির পরিবারের লোকজন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ওই হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মাওলা সুজন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়