ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২১
বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪

বগুড়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ১৪ জনের মৃত্যুর ঘটনায় চার হোমিও ফার্মেসির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর থানায় পুলিশ আলী আশরাফ ভূঞা এক প্রেস ব্রিফিংয়ে তাদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানান।

গ্রেপ্তাররা হলেন— পারুল ল্যাবরেটরিজ এর মো. নুরুন্নবী, মুন হোমিও হলের আব্দুল খালেক, হাসান হোমিও ফার্মেসির কর্মচারী আবু জুয়েল ও করতোয়া হোমিও হল এর শহিদুল আলম সবুর।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ‘বিষাক্ত অ্যালকোহল পানে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর আমরা ২ দিন ধরে একটানা কাজ করছি। এখনও অভিযান চলছে। এর মধ্যে সদর থানার টিম ৪ জনকে গ্রেপ্তার করেছে। যারা এর সঙ্গে মূল জড়িত, আমাদের তদন্তে তাদের নাম চলে এসেছে। তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে পারুল হোমিও ল্যাবরেটরিজ বড়। পারুল হোমিও ল্যাবরেটরিজ থেকেই মূল সাপ্লাইটা হয়।’

পুলিশ সুপার আলী আশরাফ আরও  বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা যেটা বুঝতে পেরেছি, রেকটিফাইট স্পিরিট এর সাথে মিথানল মেশালে সেটি বিষ হয়ে যায়। সেরকম ঘটনাই ঘটেছে। তবে রেকটিফাইট স্পিরিট এবং মিথানল দেখতে একই রকম হওয়ায় ক্রেতারা বুঝতে পারে না। যে কারণে এই দুর্ঘটনা ঘটে। তবে মিথানলে কালার মেশালে দুটো দুই কাজে ব্যবহৃত হবে। তখন এটি শনাক্ত করা সহজ হবে। ক্রেতারাও কিনবে না।’

এনাম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়