ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনায় করোনার প্রথম টিকা নিতে আগ্রহী সিটি মেয়র খালেক

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ৪ ফেব্রুয়ারি ২০২১  
খুলনায় করোনার প্রথম টিকা নিতে আগ্রহী সিটি মেয়র খালেক

খুলনায় সর্বপ্রথম করোনার টিকা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। মেয়রের পরই আগ্রহ দেখিয়েছেন খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা বলেন, ‘খুলনায় সর্বপ্রথম টিকা গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন নগর পিতা তালুকদার আব্দুল খালেক। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে করোনা টিকা প্রদানের কর্মসূচির উদ্বোধন হবে। সেখানে তিনি প্রথম টিকা গ্রহণ করবেন।’

খুলনা সিভিল কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি দুপুর ১২টায় ১৬ হাজার ৮০০ ভায়ালে খুলনা মহানগরীর স্কুল হেলথ ক্লিনিকে ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা খুলনায় পৌঁছেছে। টিকা সংরক্ষণ করা হচ্ছে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে। এখানে ১৩টি ও নয়টি উপজেলায় ১৭ আইএলআরে টিকা সংরক্ষণ করা হচ্ছে। 

টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

প্রথম ধাপে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল (সদর) হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, বিজিবি হাসপাতাল, তালতলা হাসপাতাল ও লাল হাসপাতালে করোনার টিকা দেওয়া হবে। আর উপজেলা পর্যায়ে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেওয়া হবে। 
প্রতিটি টিকাদানকারী টিমে দুজন টিকা প্রয়োগকারী ও চারজন স্বেচ্ছাসেবী থাকবে। টিকা প্রদান কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নগরের টিকাদান কর্মসূচির কার্যক্রম পরিচালনা করবে খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। সফল বাস্তবায়নে সিটি করপোরেশনের মেয়রকে সভাপতি ও একই সংস্থার চিফ মেডিক‌্যাল অফিসারকে সদস্য সচিব করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘‘করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে খুলনায় ১ লাখ ৬৮ হাজার করোনার টিকা এসেছে। টিকা নেওয়ার বিষয়ে রেজিস্ট্রেশন চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এদিন প্রথমে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক টিকা নেওয়ার পর আমি (সিভিল সার্জন) টিকা গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছি। 

‘একই দিনে সরকারি অনেক কর্মকর্তা টিকা গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। আর যারা টিকা গ্রহণ করতে ইচ্ছুক তাদের রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া যে কেন্দ্র থেকে টিকা নিতে ইচ্ছুক সেটা উল্লেখ করতে হবে ও সেখান থেকে টিকা নিতে হবে। তবে ১৮ বছরের নিচের শিশু, অন্তঃসত্ত্বা, দুগ্ধবতী মা ও মুমূর্ষু রোগীরা টিকা নিতে পারবেন না।”

মুহাম্মদ নূরুজ্জামান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়