ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লন্ডনফেরত ১৪৪ প্রবাসী ৭ দিনের কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১১ মার্চ ২০২১   আপডেট: ১৭:৪৩, ১১ মার্চ ২০২১
লন্ডনফেরত ১৪৪ প্রবাসী ৭ দিনের কোয়ারেন্টাইনে

যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (১১ মার্চ) সিলেট আসেন ১৪৭ প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে ১৪৪ জনকে সরকারি নির্দেশনা অনুসারে বিমানবন্দর থেকে সেনা ও পুলিশের তত্ত্বাবধানে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ১৪৭ প্রবাসী বাংলাদেশির মধ্যে ৩ জনের করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়া ছিল।  এ কারণে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে বিমানের বিজি-২০২ ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  এরপর ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ১৪৪ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে।  হোটেল ব্রিটানিয়ায় ২৩ জন, হোটেল অনুরাগে ১৭ জন, হোটেল নুরজাহানে ১৫ জন, হোটেল হলিগেইটে ২৫ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১৫ জন, হোটেল লা রোজে ১২ জন, লাভিস্তায় ২১ জন, রেইবো গেস্ট হাউজে ১০ জন এবং রয়েল প্লামে ৬ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।

নোমান/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়