ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর পরিদর্শনে র‌্যাব ডিজি

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৮ মার্চ ২০২১   আপডেট: ১২:০৯, ১৮ মার্চ ২০২১

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহা-পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আসেন র‌্যাবের ডিজি।

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপারের (এএসপি) মো. আব্দুল্লাহ।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় র‌্যাব সদর দপ্তর থেকে হেলিকপ্টারযোগে সুনামগঞ্জের শাল্লার উদ্দেশ্যে আসেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রেসব্রিফিং দেবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজত ইসলামের নেতা মামুনুল হকসহ ধর্ম নিয়ে কটূক্তি করেন স্থানীয় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুটন দাস আপন। ঘটনায় এই বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

বিষয়টি স্থানীয়ভাবে ভাইরাল হলে পুলিশ জনতার সহযোগিতায় মঙ্গলবার (১৬ মার্চ) রাতেই শশখাই বাজার থেকে তাকে আটক করে পুলিশ। এই কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ১৫/২০টি বাড়িঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা।

আল আমিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়