ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামুনুল হককে অবরুদ্ধের ঘটনায় মহাসড়কে আগুন, শতাধিক যান ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৯, ৪ এপ্রিল ২০২১  
মামুনুল হককে অবরুদ্ধের ঘটনায় মহাসড়কে আগুন, শতাধিক যান ভাঙচুর

সোনারগাঁয়ে হেফাজতের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের ঘটনায় হেফাজতের হাজারো কর্মীরা রয়েল রিসোর্ট ভাঙচুর করেছে।

এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে, অর্ধশতাধিক যানবাহন ও আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে হেফাজত কর্মীরা। রাত সাড়ে ১০টায় এক পর্যায়ে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনারগাঁও মোগরাপাড়া মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাকিব/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়