ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউনেও রেকর্ড ছাড়ালো বঙ্গবন্ধু সেতুর টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১৪ এপ্রিল ২০২১  
লকডাউনেও রেকর্ড ছাড়ালো বঙ্গবন্ধু সেতুর টোল আদায়

লকডাউনে মহাসড়কে পরিবহনের সংখ্যা কম থাকলেও স্বাভাবিকের তুলনায় গত ৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (১৪ এপ্রিল) দুপুর দুইটা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মোটরসাইকেল মিলিয়ে প্রায় ৩৭ হাজার পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় দুই কোটি ৭২ লাখ টাকা। তবে পরিবহনের মধ্যে প্রাইভেটকার বেশি চলাচল করেছে।

নাম প্রকাশ না করার শর্তে বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, গত ৩২ ঘণ্টায় লকডাউনে বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। এরমধ্যে ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি। বুধবার সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত সেতুতে প্রায় ছয় হাজার বিভিন্ন ধরনের পরিবহন পারাপার হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, মহাসড়কে পরিবহনের সংখ্যা তেমন নেই। তবে মালবাহী ট্রাকের সংখ্যা বেশি আছে।

কাওছার/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়