ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২১ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৩০, ২১ এপ্রিল ২০২১
চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে চট্টগ্রামের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৭৭ জনে।

এছাড়া, একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৮৬১ জন। 
বুধবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে করোনার সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন ৮টি আইসিইউ বেড চালু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের করোনা প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরীতে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু ঘটেছে। এছাড়া, চট্টগ্রামের ৭টি পিসিআর ল্যাবে ১ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরীতে ২৩৬ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ৫১ জন।

এদিকে, করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন ৮টি আইসিইউ বেড চালু করা হয়েছে। এ নিয়ে জেনারেল হাসপাতালে মোট আইসিইউ বেডের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি।

নতুন আইসিইউ বেডে মঙ্গলবার থেকে রোগী ভর্তি শুরু হয়েছে বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব। গত ৮ এপ্রিল এই আইসিইউ বেড আনুষ্ঠানিক উদ্বোধন হলেও প্রয়োজনীয় জনবলের অভাবে এতোদিন সেগুলো চালু করা যায়নি।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়