ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দেখার হাওরে কৃষকদের ধান কেটে দিলো কেন্দ্রীয় কৃষকলীগ

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২৪ এপ্রিল ২০২১  
দেখার হাওরে কৃষকদের ধান কেটে দিলো কেন্দ্রীয় কৃষকলীগ

মহামারী করোনা ও লকডাউনের কারণে সুনামগঞ্জের হাওরে শ্রমিক সঙ্কট দেখা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষকদের ধান কেটে দিলেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সদর উপজেলার দেখার হাওরে ধান কেটে দেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীমা আক্তার খানম এমপি, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ধান কাটা শেষে কৃষিবিদ সমীর চন্দ্র বলেন,  করোনাকালে শ্রমিক সঙ্কটের কারণে কৃষকের ধান কাটায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য কৃষকলীগের নেতাকর্মীরা হাওরে হাওরে ধান কাটা ও মাড়াই কাজ করে দিচ্ছেন। এই হাওরাঞ্চলে আমাদের নেতাকর্মীরা কৃষকদের সোনালী ফসল গোলায় তুলে দিতে কাজ শুরু করেছে।

আল আমিন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়