ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৯ এপ্রিল ২০২১  
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ

লকডাউনে শপিংমল ও দোকান খুলে দেওয়ায় নানাভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকায় আসা অব্যাহত রয়েছে ।

সড়কে গণ পরিবহন না থাকায় বাংলাবাজার হয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে এসে যে যেভাবে পারছে ঢাকা ছুটছে কর্মমুখী এসব মানুষ। এ কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেলে, ব্যাটারিচালিত ইজিবাইকে কিংবা পায়ে হেঁটে ভেঙে ভেঙে ঘাট ত্যাগ করছেন তারা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাট এলাকায় ঢাকামুখী মানুষের চাপ বাড়তে থাকে।

যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়ে যাওয়ায় বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। তবে এসব যাত্রীদের বেশিরভাগকেই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফয়সাল আহমেদ জানান, সকাল থেকে শিমুলিয়ায় ঘাটে প্রাইভেট গাড়ির চাপ বেড়েছে। অন্যদিকে গাড়ির চাপ বেশি থাকায় বাংলাবাজার ঘাটেও  ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে ১৬টি ফেরির মধ্যে ৮টি ফেরি চালু রয়েছে এ ঘাটে। এ নৌরুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে।

যাত্রী ও গাড়ির চাপ বাড়তে থাকলে আরও ফেরির সংখ্যা বাড়িয়ে এ নৌরুট সচল রাখা হবে বলেও জানান তিনি।

রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়