ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বাভাবিক গতিতেই উত্তরবঙ্গ দিয়ে ঘরে ফিরছেন মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১১ মে ২০২১  
স্বাভাবিক গতিতেই উত্তরবঙ্গ দিয়ে ঘরে ফিরছেন মানুষ

স্বাভাবিক গতিতেই ঘরে ফিরছেন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গগামী মানুষ।

মঙ্গলবার (১১ মে) সকাল থেকে যানবাহনের চাপ বাড়লেও এ মহাসড়কে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি হয়নি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, সোমবার (১০ মে) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১১ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ হাজার যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় করা হয়েছে দুই কোটি ৫৬ লাখ টাকা। অথচ স্বাভাবিক সময়ে ১২/১৩ হাজার যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে।

মঙ্গলবার (১১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, রসুলপুর, পৌলী, এলেঙ্গা, জোকারচরসহ মহাসড়কের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়— ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, হাইস, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে গন্তব্যে ফিরছেন যাত্রীরা। তবে যানবাহনের চাপ বেশি থাকলেও কোনো প্রকার যানজট সৃষ্টি হয়নি।

ট্রাক চালক মো. জিয়া বলেন, ‘ঢাকা-টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় ২৫ বছর ধরে ট্রাক চালাই। বিগত দিনে ঈদের ২/৩ দিন আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০-৫০ কিলোমিটার করে যানজটের সৃষ্টি হতো। এক ঘণ্টার রাস্তা ৮-১০ ঘণ্টায় যেতে হয়েছে। অন্যান্য ঈদের আগে ভোগান্তিতে গাড়ি চালালেও এই ঈদের আগে তেমন কোনো যানজট নেই। স্বাভাবিকভাবেই গাড়ি চালাচ্ছি। কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না।’

পিকআপ চালক জুয়েল রানা বলেন, ‘মহাসড়কের অবস্থা দেখে মনেই হচ্ছে না ১/২ দিন পর ঈদ। অন্যান্য ঈদের আগে আমাদের গাড়ির স্টার্ট বন্ধ করে রাস্তার পাশে বসে থাকতে হয়েছে। এ বছর গাড়ির চাপ থাকলেও তেমন কোনো যানজট নেই।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি হয়নি।’

কাওছার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়