ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১১ মে ২০২১  
খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়

খুলনা টাউন জামে মসজিদ (ফাইল ফটো)

খুলনায় ঈদুল ফিতরের প্রধান ও প্রথম জামাত সকাল ৮টায় নগরীর টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। 

একই স্থানে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল ৯টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (১১ মে) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (মিডিয়া) দেবাশীষ বসাক। 

তিনি বলেন, ‘এবার করোনাভাইরাস সংক্রমণের কারণে উন্মুক্ত স্থানে বা মাঠে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।’

এদিকে জেলা তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে সিটি করপোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নিজেদের সময় অনুযায়ী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার সব মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনা বিশেষ অনুষ্ঠানমালা এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করবে। 

বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণকেন্দ্র ও দুস্থ কল্যাণকেন্দ্রে ঈদ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে। উপজেলাগুলোতেও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি পালিত হবে।

নূরুজ্জামান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়