ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর শিক্ষা অফিসের লুটপাটের তদন্ত শুরু

বরগুনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৩১ মে ২০২১   আপডেট: ১৪:১৬, ৩১ মে ২০২১
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর শিক্ষা অফিসের লুটপাটের তদন্ত শুরু

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ১৫ মে  ‘বরগুনায় শিক্ষা অফিসের কোটি টাকা লোপাটের অভিযোগ' শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

এরপরে বিষয়টি নজরে আসে বরিশাল বিভাগীয় শিক্ষা অফিসের। এতে নড়েচড়ে বসে গোটা শিক্ষা অফিস। ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেন বরিশাল বিভাগীয় শিক্ষা অফিসের উপ-পরিচালক জালাল উদ্দিন।

তদন্ত কমিটির তথ্য পেয়ে রাইজিংবিডির প্রতিবেদক বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এম মিজানুর রহমানের কাছে রোববার (৩০ মে) দুপুরে জানতে চান। কিন্তু সে সময় এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।

সোমবার (৩১ মে) সকালে বরগুনা সদর উপজেলা শিক্ষা অফিসে সরেজমিনে দেখা যায়, বরিশাল বিভাগীয় শিক্ষা অফিসের নির্দেশে সংবাদ প্রচারের পর তদন্ত শুরু করেছেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান। 

এসময় মিজানুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর বরিশালের উপ-পরিচালক তাকে সরেজমিনে তদন্তের নির্দেশ দেন। যেসব শিক্ষকরা অভিযোগ করেছিলো তাদেরকেও আমি ডেকেছি। তদন্ত শেষে প্রতিবেদন বিভাগীয় অফিসে পাঠাবো।’

ইমরান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়