ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৮ দিনের রিমান্ড শেষে মামুনুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৫ জুন ২০২১   আপডেট: ১৩:৪৫, ৫ জুন ২০২১
১৮ দিনের রিমান্ড শেষে মামুনুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

নাশকতা ও ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দায়ের করা পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে হেফাজত ইসলামের সাবেক যুগ্ন মহাসচিব মামুনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

শনিবার (৫ জুন) সকালে পুলিশ মামুনুল হককে আদালতে হাজির করলে শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আরো পড়ুন:

নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জে হরতালের নামে নাশকতা ও ধর্ষণের অভিযোগে পৃথক ৬ মামলায় ১৮ দিনের রিমান্ড শেষ হলে আজ সকালে মামুনুল হককে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে হাজির করে পুলিশ। আদালত শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
উল্লেখ‌্য, গত ৩০ এপ্রিল মামুনুল হকের কথিত  ২য় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

এছাড়া, হরতালের নামে সাইনবোর্ড সানারপাড় চিটাগাং রোডে নাশকতা ও নারী নিয়ে রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর তার সমর্থকদের নাশকতার অভিযোগে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায় ৬ মামলায় তাকে আসামি করা হয়।

রাকিব/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়