Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

যশোরে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক,যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৬ জুন ২০২১  
যশোরে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন পাঁচ আক্রান্ত। জেলায় এই মুহূর্তে শনাক্তের হার ৫০ শতাংশ।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গত ২৪ ঘন্টায় ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ শতাংশ। গতকাল এই হার ছিল ৪৭ শতাংশ। বুধবার মারা গেছেন পাঁচ আক্রান্ত। এদের মধ্যে শার্শা, অভয়নগর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেড জোনে তিনজন ও যশোর জেনারেল হাসপাতালে থাকা দুই রোগী ছিল। এই নিয়ে গত এক সপ্তাহে জেলায় ২০ রোগীর মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১১৫ জন। 

এদিকে উচ্চ ঝুঁকির কারণে দুই পৌরসভায় চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন করে ঝিকরগাছা পৌরসভা, যশোর সদর উপজেলার উপশহর, নওয়াপাড়া, আরবপুর ও চাঁচড়া ইউনিয়নে, শার্শা উপজেলার শার্শা ইউনিয়নে ও বেনাপোল বাজারে বুধবার সকাল থেকে লকডাউন কার্যকর হয়েছে।  

 

রিটন/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়