ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শতামেক হাসপাতালের করোনা নমুনা যাচ্ছে ঢাকায়

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ৩০ জুন ২০২১  
শতামেক হাসপাতালের করোনা নমুনা যাচ্ছে ঢাকায়

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ (শতামেক) হাসপাতালের করোনাভাইরাসের নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।

সোমবার (২৮ জুন) থেকে ওই হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে না। ওইদিন থেকে কোভিড পিসিআর ল্যাবের বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু মেশিন বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবের ইনচার্জ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. সাইফুল ইসলাম।

তিনি জানান, কয়েকদিন ধরেই বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু’র যন্ত্রতে সমস্যা দেখা দিচ্ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়েও বিষয়টি জানানো হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম গত ২৭ জুন হাসপাতালে এসে যন্ত্রটি পরিবর্তনের পরামর্শ দিয়ে সে অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন দেয়। পরে সোমবার (২৮ জুন) সকালে কাজ করতে গিয়ে যন্ত্রটি বিকল হয়। ওইদিন থেকেই সব নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।

ডা. সাইফুল ইসলাম আরও জানান, কেবিনেটের ভেতরে নমুনা রেখে কাজ করতে হয়। যাতে ল্যাবে করোনাভাইরাস সংক্রমণ করতে না পারে। ল্যামিনার ফ্লু নষ্ট বা বিকল হলে ল্যাবের বাতাসে ভাইরাস ছড়িয়ে কেবিনেটে থাকা কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হতে পারেন। এ ল্যাবে বিভিন্ন শিফটে ৬ জন চিকিৎসক, ৭ জন টেকনেশিয়ান এবং ৭ জন কর্মচারী কাজ করেন। ল্যাবটিতে ২৪ ঘন্টায় ১’শ ৮৮টি নমুনা পরীক্ষা করা যায়। 

গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, গাজীপুরে প্রতিদিন প্রায় ৪শ’র কাছাকাছি নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ল্যাবে পরীক্ষা করা হয়। প্রয়োজনে ঢাকার আইপিএইচ ল্যাব এবং সাভারের বায়োটেকনোলজি ল্যাবেও পাঠানো হয়ে থাকে।

রফিক/মেয়া

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়