ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বরিশাল বিভাগে এক দিনে ২২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১২ জুলাই ২০২১   আপডেট: ০৯:৪২, ১২ জুলাই ২০২১
বরিশাল বিভাগে এক দিনে ২২ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব গাঙ্গুলি রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তারা জানান, ১১ জুলাই সকাল ৮টা থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট ২২ জন মারা যান। 

ডা. এস এম মনিরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়। সকলেই করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩০৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৮৬ জন। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে মোট ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ১৯ জন, ঝালকাঠীসহ অন্যান্য জেলায় আরও ৩ জন মারা গেছেন।  

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৪.৩৬ ভাগ।

বরিশাল/স্বপন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়