ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাসের চাপ নেই পাটুরিয়ায়, পার হচ্ছে ট্রাক

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৬ জুলাই ২০২১   আপডেট: ১০:৩২, ১৬ জুলাই ২০২১
বাসের চাপ নেই পাটুরিয়ায়, পার হচ্ছে ট্রাক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি সেবা, পরিবহন বাস ও ব্যক্তিগত প্রাইভেটকারের চাপ নেই। অগ্রাধিকার ভিত্তিতে পারাপারে তেমন যানবাহন না থাকায় সকাল থেকে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।

এছাড়া, পাটুরিয়া ট্রাক টার্মিনালে আড়াইশো পণ‌্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। যেসকল প্রাইভেটকার ও পরিবহন বাস ঘাট এলাকায় আসছে সেগুলো সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মিজানুর রহমান নামের এক ট্রাকচালক বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে মালামাল নিয়ে মাগুড়া যাচ্ছি। শুক্রবার রাত ২টার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনালে আসছি। তবে রাতে পরিবহন বাসের চাপ থাকায় পার হতে পারিনি। সকালে ৮টার দিকে পন্টুনের কাছে আসতে পারছি।’

রুস্তম মিয়া নামের আরেক ট্রাকচালক বলেন, ‘সকাল থেকে জরুরি সেবার গাড়ির চাপ ঘাট এলাকায় কম থাকায় পারের সুযোগ পেয়েছি। ভোর পর্যন্ত পরিববন বাসের চাপ ছিলো।’

প্রাইভেটকার চালক সোরহাব মিয়া বলেন, ‘ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের বেশ চাপ বেড়েছে। ঘাট এলাকায় ভেবেছিলাম অনেক চাপ হবে। এখন তো চাপ না থাকায় ফেরি পারের সুযোগ পেয়েছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে। পারাপার নির্বিঘ্ন করতে ফেরি বহরে কেরামত আলী নামের আরও একটি ফেরি যুক্ত হবে।

চন্দন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়