ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রিসোর্টে ঘুরতে এসে জরিমানা গুনলেন ২৫ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৩ জুলাই ২০২১  
রিসোর্টে ঘুরতে এসে জরিমানা গুনলেন ২৫ জন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় লকডাউনে রিসোর্টে ঘুরতে আসা ২৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে কসবার কাঠেরপুল এলাকায় ‘কিং অব কসবা’ রিসোর্টে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খানের নেতৃত্বাধীন ভ্রাম‌্যমাণ আদালতের অভিযানকালে তাদের জরিমানা করা হয়।

হাসিবা খান জানান, লকডাউন কার্যকরে কাজ করছে প্রশাসন। আজ কিং অব কসবা রিসোর্টে অনেকে ঘুরতে এসেছেন। দুপুরে ওই রিসোর্টে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ‘লকডাউন কার্যকরে আমরা প্রচার চালাচ্ছি এবং মানুষকে সচেতন করছি। ভ্রাম‌্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’ 

রুবেল/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়