ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুষ্টিয়ায় করোনায় ১১ মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১১:১১, ২৯ জুলাই ২০২১
কুষ্টিয়ায় করোনায় ১১ মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় এই ১১ জনের মৃত্যু হয়।

এদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৫১ করোনা আক্রান্ত রোগী ও ৫০ জন উপসর্গ নিয়ে মোট ২০১ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৫৪% শতাংশ। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছে ৫৪১ জন রোগী।

এদিকে, লকডাউনে বুধবার দিনভর অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ১৪৩ জনের কাছ থেকে ৭৭ হাজার ২শ টাকা জরিমানা আদায় এবং ২ জনকে জেল দিয়েছে জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত।

কাঞ্চন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়