Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

বগুড়ায় করোনায় ৯ মৃত্যু, শনাক্ত ১০১

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৩১ জুলাই ২০২১   আপডেট: ১৩:৫১, ৩১ জুলাই ২০২১
বগুড়ায় করোনায় ৯ মৃত্যু, শনাক্ত ১০১

বগুড়ায় করোনা এবং উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গে মারা গেছেন ৪ জন।

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিক‌্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১৬০ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার (৩১ জুলাই) বেলা সোয়া ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন— শাজাহানপুরের আসাদ আলী মণ্ডল (৭৩), শিবগঞ্জের পরিমল কুমার সরকার (৬০) এবং সদরের যথাক্রমে— শহিদুল আলম (৫২), আয়েশা বেগম (৭০) ও সাখাওয়াত হোসেন (৪৮)।

ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৩৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরও ১০১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩০ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ১৮ হাজার ৮৫৭ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৩৮জন। মারা গেছেন ৫৬৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬৫১জন।

এনাম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়