Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

কুমিল্লায় গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে লাগা আগুন নিয়ন্ত্রণে

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১৫ আগস্ট ২০২১   আপডেট: ১৪:২৬, ১৫ আগস্ট ২০২১
কুমিল্লায় গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানের ভিতরে চলে যায়। এতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে আগুন লাগে। আগুনে ৪  গাড়ি এবং ৬ দোকানঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

রোববার (১৫ আগস্ট) ভোরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে বীরতলা রাস্তার প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে। 

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফয়েজ আহমেদ জানান, দাউদকান্দি ও চান্দিনা ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১টি কাভার্ডভ্যান, ১টি পিকআপ, ২টি হাইস মাইক্রোবাস, মুদি, টেলিকম, কনফেকশনারিসহ ৬  দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আবদুর রহমান/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়